মানবতার যুদ্ধ

নিতাই বাবু ২৩ জুন ২০১৯, রবিবার, ১১:৩৯:৫২পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

বিশ্ববাসী দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ,
দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ!
আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধ,
আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ!

যতসব যুদ্ধ হয়েছে বিশ্বে,
স্বার্থই ছিল শীর্ষে!
মরেছে মানুষ বুলেটের বিষে,
তাতে যুদ্ধবাজের কী যায় আসে?

কিন্তু মানবতার যুদ্ধ দেখেনি,
মানবতা পুনরুদ্ধার হয়নি!
অসহায় মানুষের হাসি ফোটেনি,
যুদ্ধে মানবতা মুক্তি পায়নি!

বেধেছিল ইরাক ইরান যুদ্ধ,
ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ!
আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার যুদ্ধ,
মরেছিল শিশু, কিশোর, বৃদ্ধ।

রাশিয়ায় সংঘটিত হয়েছিল গৃহযুদ্ধ,
দ্বিতীয় কঙ্গো যুদ্ধ!
চলছে রোহিঙ্গা নিধনের যুদ্ধ,
বিশ্ব এখন মিয়ানমারের উপর ক্ষুব্ধ!

উপকূলে রোহিঙ্গাদের নির্মম আর্তনাদ,
বেঁচে থাকার স্বাদ!
এনিয়ে চলছে বিশ্ববাসীর প্রতিবাদ ,
কেউ জানাচ্ছে মিয়ানমারকে সাধুবাদ।

আবার শুরু হোক মানবতার যুদ্ধ,
যেখানে মানবতা রুদ্ধ!
বস্ত্রহীন শিশু কিশোর বৃদ্ধ,
চলবে ক্ষুধা নিবারণের যুদ্ধ!

শুরু হোক লড়াই গুলিবর্ষণ,
বন্ধ হোক গনধর্ষণ!
সেখানে চলুক প্রতিরোধ, বোমাবর্ষণ;
ধ্বংস হোক অত্যাচারীদের সিংহাসন!

নিশ্চিত হবে মানবতার জয়,
অত্যাচারীদের হবে পরাজয়!
মানবতার সৈনিকদের হবে বিজয়,
ক্ষমতা লোভীদের হবে ক্ষয়!

এবার হোক বিশ্বের শেষ যুদ্ধ,
বিশ্বশান্তি মানবতার যুদ্ধ!
অসহায় মনুষের বাঁচার যুদ্ধ,
মানবতার যুদ্ধ! মানবতার যুদ্ধ!

 

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ