মরীচিকা

তৌহিদুল ইসলাম ১৭ জুন ২০১৯, সোমবার, ০৯:৫৩:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

রোমান্টিকতার অলিতে গলিতে পদধূলি তার
দেখা হয় কদাচিৎ, কথা হয়না।
চাহনিতে ভাসা ভাসা বৃষ্টি উপাখ্যান
চাতক পাখির মতন মিছে খেলা করে,
ইচ্ছেরা ঘুর্ণি পাকায় বাম পাজরের ঠিক মধ্যখানে।

যে পথ দেখায়ে চলে দক্ষিনে বাতাস
মরুর বেদুঈন আজ রয়েছে নির্বিকার।
তপ্ত বালিয়াড়িতে আর কতদিন?
এবার যে পালা ঘরে ফেরার।

অলক্ষে আকাশ, মৌমাছিরা যে পথ জানে-
আমিও যে সে পথের পথিক।
মাধবের অদৃশ্য আহবানে,
সত্য হোক কিংবা মিথ্যে।

শুধু জানি আমি আর আমার ইশ্বর
পথের শেষে ভিত্তিহীন যে বাসা আমার;
বেদুঈন মিছেমিছি সে গলিতে করে আসা-যাওয়া,
একবার দু'বার তিনবার, বারবার....।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ