“ভেসে চলা মেঘ”

রাসেল হাসান ২৭ মে ২০১৫, বুধবার, ০১:৫০:১৭অপরাহ্ন গল্প মন্তব্য নাই

আকাশ পানে তাকিয়ে নির্বাক "সৌরভ"
বৃষ্টির জন্য অপেক্ষা! দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বেশ আগেই! কোথাও না গিয়ে ষ্টেশন থেকে সোজা রমনা পার্কে এসেছে।
পার্কের একটা কোনার বেঞ্চে বসে বাদাম চিবুচ্ছে। আগামীকাল নতুন চাকরীর ইন্টার্ভিউ!
চিন্তাটা আপাতত মাথার ভেতর নাই।
প্রকৃতি দেখছে আর আপন মনে বাদাম চিবুচ্ছে। কিছু কথা মনে না করতে চাইলেও বারবার মাথায় চলে আসছে!
পরিবারের হাল ধরতে হবে, কিছু একটা সত্যিই করার দরকার!
এ নিয়ে বেশ কয়েকবার ঢাকা এসেছে সৌরভ কিন্তু চাকরীর জন্য এবারই প্রথম।
গতবার "কবিতা" নামের মেয়েটির সঙ্গে দেখা করতে এসেছিল। এক বাপের
এক মেয়ে থাকলে যেমনটা হয় আর কি! অহংকার, ঈর্ষা, রাগ, জেদ
এই সব কিছুই কবিতার মাঝে পাওয়া যাবে! কি সব মাথায় জটলা বাঁধছে।
যে মেয়েটা আমার জন্য না তাকে নিয়ে ভাবাটাও ঠিক নয়! সুর্যের আলো নেভার আগে ফিরতে হবে রফিকের ম্যাচে।
ছেলেটা কয়েকবার আমার মতো অস্তিত্বহীন মানুষটাকে থাকবার জায়গা করে দিয়েছে!
জানিনা এই বন্ধুটার ঋন কীভাবে শোধ করবো। কিছু কিছু বন্ধু পাওয়া যায় এ জগতে ভাগ্য গুনে।
ছেলেটারও আমার মতোই অবস্থা!
কিছু মানুষ আনন্দে দিন কাটাচ্ছে আর কিছু মানুষ সর্বদা কষ্টের সাথে যুদ্ধ করে চলেছে। তবে কষ্টের
সাথে যুদ্ধ করে জেতাটা অতো সহজ সাধ্য ব্যাপার নয়!
প্রচন্ড গরমে হাল্কা হাল্কা বাতাসটাও এসির মতো লাগে। মনে হচ্ছে একটু আধটু এসির বাতাস পাওয়া যাচ্ছে।
তবে এই এসি কতক্ষন স্থায়ী হয় কে জানে? সময় অতিবাহিত হচ্ছে।
দিনের আলো নিভে আসছে। ধীরে ধীরে অশান্ত হয়ে উঠেছে ঢাকা নামের শান্তিহীন এ নগর!
মানুষের আনাগোনা বেড়েই চলেছে। ‪#‎যানবাহনের‬ হর্নের শব্দ আর অজস্র গাড়ীর কালো ধোয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে চারিদিকে। প্রকৃতির এই মিলন মেলায় একলা পথ হাটছে সৌরভ! কফি শপ গুলি আড্ডায় জমজমাট! পকেটে যে টাকা আছে তা দিয়ে বড়জোর একটা চা আর একটা সিগারেট খাওয়া যেতে পারে! ‪#‎অভাবের‬ বাজারে এখনো সিগারেট টেনে যাচ্ছি!
ভেবে অবাক লাগছে সৌরভের। অবশ্য একটা জিনিসই আছে কাছে যেটা পুড়ে পুড়ে সময়ের সঙ্গী হচ্ছে সৌরভের। ক্লান্তিহীন হেটে চলছে সৌরভ। ফ্লাইওভার গুলোতে ‪মানুষের‬ ভীড়!
জমকালো আলোর ঢাকা শহর। বুকে চাপাঁ কষ্ট! মাথার মধ্যে ধিমী স্বরে গান ভেসে আসছে,

"কবিতা, তুমি স্বপ্ন চারিনীদের হয়ে খবর নিওনা!
ও কবিতা!
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা!
দেখবে আমাদের ভালবাসা, হয়ে গেছে
কখন যেন ' পদ্ম পাতারও জ্বল! "

0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ