বোকারাই এই যুগে পড়াশুনা করে

সনেট ৭ জুন ২০১৪, শনিবার, ১০:৩৮:৩০পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

বোকারাই এযুগে পড়াশুনা করে...

আমি আমার ছেলেমেয়েদের পড়াশুনা কারাব না। পড়াশুনায় যত খরচ হয় সেই পরিমাণ টাকা ব্যাংকে জমাব। মোটামুটি একটা ছেলেকে বিশ বছর পড়াতে হয়। আর পড়াশুনা চাকরি নেওয়া সব মিলিয়ে ২৫-৩০লাখ তো খরচ হয়েই যায়। এতটাকা খরচ করে যে চাকরি টা হয় তাতে বহু বছর লেগেযায় এই টাকা ব্যাক হতে।। আর এখন তো চাকরির বাজারে আগুন।। হসপিটালের ওয়ার্ড বয়ের চাকিরিতেও ১২লাখ টাকা ঘুস লাগে।। তার মধ্যে জনসংখ্যা আরো বাড়ছে..

এটা তো গেলো চাকরির কথা। যোগ্যতা অর্জন করতে তো beep ফেঁটে যায়। এইযে দেড় লাখ এ+ পেলো কয় জন মেডিকেল/ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে??
অনার্স করে কয়জন ভালো জব পাচ্ছে। বি সি এস?? ও তো আরো জ্বালা।।।
আর যদি চান্স পায়ও কি পরিমান পরিশ্রম করে চান্স পেতে হয় আর কি পরিমান পড়াশুনা করতে হয় তা কার অজানা??

আমি সেই ৩০লাখ ব্যাংকে রাখব। ২০বছরে সেটা ৫০লাখ হবে। মানে মাসে প্রায় ৫০হাজার লাভ আসবে। ছোট শহরে ৫০হাজারই অনেক। একজন ফার্স্ট ক্লাস অফিসারও এত বেতন পায়না। ধিরে ধিরে টাকার পরিমান বাড়তেই থাকবে।
পড়াশুনার কষ্ট, চাকরির কষ্ট কিছুই করতে হবে না। আরামে বসে বসে খাও.......

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ