বেশ্যা রানী

মো: মোয়াজ্জেম হোসেন অপু ২০ আগস্ট ২০২২, শনিবার, ০৪:১৩:১৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

বেশ্যা রানী

-------------------

 

বাইজীর সুর তবো,

ঝংকার তুলে প্রানে,

নরকের কালো দাগ,

নিয়ে তার কপোলে।

 

লেবাসের মুখোশে,

ছি ছি করে উঠে সে।

তৃষ্ণা মিটায় ঠিকই,

শুকরিয়া বলে সে।

নিশি ভোর হলে পরে,

হাজী হয়ে ঘোরে ফিরে।

নেতা হয়ে দাপটেই,

চলে এই সমাজে।

অধ্যাপক সাহেব নামেই,

ডাকে তারে সকলে।

আযান দিলেই সে,

ছুটে যায় মসজিদে,

নামাজ আদায় করে,

সামনের কাতারে।

বেহেশতের কালো দাগও

আছে  তার কপোলে।।

 

আর আমি হই বেশ্যা নারী,

কাইন্দা বেড়াই,দিবানিশি।

সমাজে গিয়ে দেখি,

অভিনয়ে সব,

চণ্ডীদাস আর রজকিনী।

আবার লোকে বলে,

তারাই না কি স্বামী স্তিরি।

আসল খবরতো আমিই রাখি।।

 

রোজহাসরে স্বাক্ষী দিবো,

আমিই সেই, বেশ্যা নারী।

কিসের আবার ব্রাম্মন হাজী?

হুদাই আমি,কাইন্দা মরি।

আমি হলাম,বেশ্যা রানী।।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ