বেরসিক বয়স

নিরব সাগর ২১ আগস্ট ২০২০, শুক্রবার, ১০:৩৩:০৩পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

আকাশে আজ কাল মেঘ দেখলেই মনের ভিতর কেমন যেন করে কিন্তু এখন আর আগের মত বৃষ্টিতে ভেজা হয় না ।

বর্ষায় বৃষ্টিতে ভেজা আর প্রথম প্রেম করা, দুটার জন্যই তারুণ্যের দরকার হয় । তরুণেরায় পারে এই মজা লুটে নিতে ।

একটু বয়স হয়ে গেলে সব কিছু বেমানান হয়ে পরে । শরীরও কেন জানি সব কিছু মেনে নিতে চায়না ।বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু জীবন থেকে হারিয়েও যায়।

ঝরের বেগে দুরন্ত ছুটে চলা , প্রথম কোন গোপন প্রেমে পরা; দুইটার মাঝে একটা নিষেধ থাকে। বৃষ্টিতে ভিজতে বারণ , প্রেমে পরতে বারণ । বারন্ত বয়সে বারণ ভাঙ্গার মজাটায় আলাদা ।

বারণ ভাঙ্গার মাঝে দুরন্তপনা প্রতিষ্ঠিত হয়।তরুণ বয়সেই কেবল সেই দুরন্তপনা মানায়। একটু বয়স হয়ে গেলেই তা বেরসিক হয়ে পরে।

বয়স হয়ে গেলে সেটার  মজাও আর থাকেনা। অথচ কোন এক বয়সে প্রাচীর টপকানোই  যেন  জীবনের একমাত্র ব্রত ছিল ।

 

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ