বেমানান কথা

রাফি আরাফাত ৩০ আগস্ট ২০১৯, শুক্রবার, ১০:৫৬:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
  • জীবনের সবসময় বাস্তবতা কথাটা উঠে আসে, কেননা বাস্তবতা অনেক কঠিন, সেখানে আবেগের জায়গা নেই। তাই আবেগকে পিছে রাখে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় বাস্তবতার উদাহরণ দেই। কিন্তু আসলেই কি বাস্তবতা তাই বলে,যা আমরা বলে থাকি? একটা ভালবাসার সম্পর্ক মানে দুটি মানুষ শুধু এক হওয়া নয়,তার সাথে কিছু স্মৃতি, কিছু আবেগ,কিছু বিবেক, কিছু রাগ, কিছু অভিমান,কি স্পর্শ নিয়ে মিলিয়ে যাওয়া। কিন্তু এতো কিছুর পরও যখন আমরা সেই ভালবাসার মানুষটাকে নিজের করে পাই না, তখন বলি বাস্তবতা এমনি,আমাদের মানতে হবে, ভুলে যেও আমাকে। আসলেই কি তাই? বাস্তবতা আমাদের শক্ত হতে বলেছে, আমাদের সচেতন হতে বলেছে, সবকিছু আকড়ে ধরে সামনে এগিয়ে যেতে বলেছে। তাহলে কেন তাকে বাস্তবতার দোহাই দিয়ে ফিরিয়ে দিচ্ছি? বাস্তবতা বলে নি, তুমি আমার হবে না, বাস্তবতা বলেছে নিজেকে শক্ত করে সামনে এগিয়ে চলো,জীবনে কষ্ট আছে, এখন কষ্ট করো একদিন সুখ আসবেই। কিন্তু ভালবাসা গুলো আজ এতোটা শক্ত না। ভালবাসি আজ আমরা ৩ সেকেন্ডে বলে ফেলি,অথচ এই ভালবাসি কথাটা বলার জন্য কেউ ৩ বছর লাগাতো, কারন এখন ভালবাসা আকাশে উড়ে, আর তখন মনে তালাবদ্ধ ছিলো। তাই এখন বাস্তবতা অনেক নিষ্ঠুর,আর তখন হয়তো কমল ছিলো। ভালবাসাগুলো আজকে শরীরকেন্দ্রিক। উত্তর জানতে গেলে পাবলিক দৌড়ানি দিবে।
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ