বিবেকের লাশ

হালিমা আক্তার ২৩ মে ২০২১, রবিবার, ১২:২১:২৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

বিশ্ব বিবেক মারা গেছে
কেউবা আছে লাইফ সাপোর্টে

চারদিকে ওদের লাশের সারি।

কার কাছে চাইবে বিচার
শুনবি কে আহাজারি,
মানবতার গাছে ধরছে পচন
আদালতের ঘরে লেগেছে কপাট।
ধারিত্রি আজ বোবা কালা
কর্ণকুহরে প্রবেশ করে না
ফিলিস্তিনি শিশুর নীরব কান্না।
কোথায় আছে মানবতা, কোথায় মনুষত্ব?
মুসলিমের রক্ত বলেই কি বিশ্ব নির্লিপ্ত!!

মানবতার দেয়ালে আঁটা ধর্মের ছবি 
চিৎকার করে কেউ বলে না আজ
রক্তের রং সে তো একই।
কোথায় আজ আরব রাজাধিরাজ?
মসনদ রক্ষায় তটস্থ তাজ
তোষামোদের জপছে জিকির
যায় যদি টুটে রাজটিকলী।
ধর্মের চেয়ে নাকি মানবতা বড়
ভুল প্রমাণ করলো আবারও বিশ্ব।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ