বিজয় তুমি

মুহম্মদ মাসুদ ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৭:৩১:১৪পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

বিজয় তুমি মাঝির হাতে বেঁয়ে যাওয়া বৈঠা।
বিজয় তুমি শীতের সকালে খেজুর গুড়ের পিঠা।

বিজয় তুমি রৌদ্র পুড়া কৃষকের মাথাল ও লাঙল।
বিজয় তুমি গৃহ বধুর ধান উড়ানো কুলা ও আঁচল।

বিজয় তুমি কাছাড়ি বাড়ি রবীন্দ্রনাথের গান।
বিজয় তুমি সমাধিস্হ কাজী নজরুলের প্রাণ।

বিজয় তুমি শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ।
বিজয় তুমি শহীদ জিয়ার ধানের শীষের ঘ্রাণ।

বিজয় তুমি শেখ হাসিনার দেশের প্রতি টান।
বিজয় তুমি খালেদা জিয়ার দেশ গড়া আহবান।

বিজয় তুমি ৭ বীরশ্রেষ্ঠের রেখে যাওয়া বাংলাদেশ।
বিজয় তুমি লাখো শহীদের রক্তে আঁকা দেশ।

বিজয় তুমি মুক্তিযোদ্ধার জীবন বলিদান।
বিজয় তুমি মুক্তিযুদ্ধে আমার মায়ের সন্মান।

বিজয় তুমি মাথা উঁচু করে আমার বেঁচে থাকা।
বিজয় তুমি প্রতিনিয়ত পতাকা বুকে আঁকা।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ