বিজ্ঞানী রাতুল ১

সঞ্জয় কুমার ৩১ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ১১:৪৮:০৭পূর্বাহ্ন গল্প ৬ মন্তব্য

বিজ্ঞানী রাতুল ১

রাতুল একটা ছোট্ট ছেলে । বয়স আট বছর । রাতুলের বাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মা ডাক্তার । মা বাবা দুজনেই খুব ব্যাস্ত হওয়ার ওর সবচেয়ে বেশী সময় কাটে কম্পিউটারের সাথে । কম্পিউটার ওর সবচেয়ে কাছের বন্ধু । রাতুলের ইচ্ছা বড় হয়ে সে বিজ্ঞানী হবে । স্কুলে ওর তেমন বন্ধু নেই শুধু অনিক ওর একমাত্র কাছের বন্ধু । অনিক ওদের পাশের ফ্লাটে থাকে সেই সুত্রেই ওদের পরিচয় । তবে চরিত্রের দিক থেকে রাতুল আর অনিক একদম আলাদা । রাতুল অন্য সবার তুলনায় একটু আলাদা ওর কথাবার্তা বড়দের মত গুরুগম্ভীর । কথা খুব কম বলে যতটুকু বলে সেটা যুক্তিপূর্ণ । এজন্য রাতুলের সাথে সবাই কথা কম বলে এমনকি শিক্ষকরাও । এদিকে অনিক অন্যদের তুলনায় একটা গোবেচারা টাইপের । এমন দু জনের বন্ধুত্ব কিভাবে হল এটা ভাববার বিষয় ।

এবার চলুন ঘুরে আসি অনিকদের ক্রিকেট খেলার মাঠ থেকে । এতক্ষণ খেলা চলছিল । বলটা হঠাৎ বাউন্ডারি পার হয়ে হারিয়ে গিয়েছে ।

অনিক:
তুই তো অনেক কিছু আবিষ্কার করিস । এমন একটা সিষ্টেম আবিষ্কার করে দে না , যেটা দিয়ে আমাদের হারানো বল টা সহজেই পাওয়া যাবে ।

রাতুল:
বাদ দে এসব ছোট খাট বিষয় নিয়ে আমি গবেষণা করি না । তাছাড়া তুই তো জানিস সময় নষ্ট করা আমার পছন্দ নয় ।

বলিস কি আমাদের জন্য এতটুকু সময় তুই দিতে পারবি না ??

দাঁড়া একটু অপেক্ষা কর
হ্যাঁ আমি এই সিষ্টেম টা তৈরি করে দিতে পারি তবে এর জন্য খরচ হতে পারে ৬ ডলার মানে পাঁচশো টাকার মত । তোরা রাজি থাকলে একটা এগ্রিমেন্ট মেইল করিস ।

দূর এতটাকা আমরা কই পাব ?
তাঁরচেয়ে চল্লিশ টাকা দিয়ে আরেকটা বল কেনা ভাল ।

ঠিক আছে ভালটাই কর । আমি গেলাম কারেন্ট চলে এসেছে । এখানে বসে আর সময় নষ্ট করা যাবে না ।

পরদিন বিকালে

রাতুল:
কি বন্ধুরা আজ খেলা বন্ধ ।

অনিক :
হুম নতুন বল কেনা হয়নি ।

চলবে............

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ