বাবা

মাছুম হাবিবী ১৬ জুন ২০১৯, রবিবার, ০৫:৩০:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

বাবা এই শব্দটা অনেক ছোট কিন্তুু তার গুরুত্ব কতটুকু তা একমাত্র বাবাহীন সন্তানরাই বুঝে। বাবা মানে একটা অনুভূতি, একটা দীর্ঘশ্বাস! বাবাদের সাথে অামাদের সম্পর্কটা অন্যরকম। যেমন ধরেন, অামরা মাঝে মধ্যে বলি 'বাবা তো অাছেন এত টেনশন করে কী হবে? বাবা সবকিছুর সমাধান করে দিবেন। অাসলে এটা অামাদের ভরসা, অামাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি বাবা থাকতে আমাদের ভয় নেই। বাবারা ভালো রাখতে জানে। শত কষ্টের পর হাসি মুখে বলতে জানে অামি ভালো অাছি।

আমার কাছে বাবা মানে ভালো থাকা! হাজারো কষ্ট বুকে চেপে যে মানুষটা ছায়ার মত ঠায় দাঁড়িয়ে থাকে তিনি হলেন বাবা। বাবা'রা শুদ্ধ হয়, বাবা'রা সুন্দর হয়। বাবাদের নীড় থেকেই ছোট শিশুটা বড় হয়ে মানুষের মত মানুষ হয়। কিন্তুু অাফসোস বড্ড অাফসোস, কিছু ভণ্ড, পাষাণ, বিবেকহীন সন্তান বৃদ্ধকালে সেই মহান বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়! আমি জানিনা তারা কতটা বিকৃত। তবে কসম করে বলতে পারি যে সন্তান তার বাবাকে কষ্ট দিবে ভবিষ্যতে সেও যদি বাবা হয় তার সন্তানও তাকে ঠিক একই ভাবে কষ্ট দিবে! এটা দুনিয়ার নিয়ম। আপনি আপনার বাবা-মায়ের সাথে যে রকম আচরণ করবেন আপনার সন্তানও আপনার সাথে সেরকম আচরণ করবে। তাই প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ বলেছিলেন 'পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই। আসলে কথাটা চিরন্তন সত্য বাবা'রা কখনো খারাপ হয় নাহ। আর যারা খারাপ তারা কখনো বাবা হতে পারে না।

 

সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা, ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ