বাবার তিলে ধরা পাঞ্জাবী

নিরব সাগর ২৩ আগস্ট ২০২০, রবিবার, ০৩:১৯:৫১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

 

আমাদের বাবা অনেকটা পাথরের মত;      ক্ষয়ে  যায় কিন্তু বোঝা যায় না।

আমাদের বাবা অনেকটা সাগরের মত; যার গভীরতা পরিমাপ করা যায় না।

আমাদের বাবা অনেকটা হাসনাহেনার মতো; যার সুরভি সহজে পাওয়া যায় না।

আমাদের বাবা অনেকটা বটগাছটার মতো; সারা জীবন ধরে ছায়া দিয়ে যায়।

আমাদের বাবা অনেকটা ক্রীতদাসের মতো; নিভৃতে প্রতিটা সেবা করে যায়।

আমাদের বাবা অনেকটা পাখির মতো; উপার্জিত খাবার মুখে তুলে খাওয়ায়।

আমাদের বাবা অনেকটা বোকার মতো; সহজ কিছু সহজে বুঝে না।

আমাদের বাবা অনেকটা নির্বোধের মতো; অনেক কিছু বুঝেও বুঝতে চায় না ।

আমাদের বাবা অনেকটা পাগলের মতো; যে নিজের ভালোটা ভালভাবে বুঝে না।

 আমাদের বাবা অনেকটা জল্লাদের মতো; যে কিনা সকল শখের গলায় ফাঁসির দড়ি চড়াই।

 আমাদের বাবা অনেকটা অনেক কিছুর মতো; যার অস্তিত্ব খুঁজে বুঝে ওঠা যায় না।

আমাদের পিতার তিলেধরা পাঞ্জাবীটা অনেকটা ইতিহাস খচিত মানচিত্রের মত; যার প্রতিটা ফোঁটা এক একটা  ঘটনার ঐতিহাসিক সাক্ষী।

১৭/০৩/২০১৯ খ্রিঃ

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ