বাক্সবন্দি… (৫ম পর্বের কিছু অংশ)

মুহম্মদ মাসুদ ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৩:২১:১৪অপরাহ্ন উপন্যাস ১০ মন্তব্য

বাক্সবন্দি...(৫ম পর্ব)
- নৃ মাসুদ রানা

বেশি লম্বা নয়। এই পাঁচফুট পাঁচফোড়ন। টক ঝাল মিষ্টি, নরম তুলতুলে। থুক্কু! মিথ্যা বললাম। পাঁচফুট উচ্চতা মানে কি? একদম পাঁচতলা বিল্ডিংয়ের মতো? মেয়ে মানুষ একটা হিল জুতো পড়লেই আসমানের মতো লম্বা মনে হয়। আর পাঁচফুট হলে তো প্রেমিককে কোলে তুলে নিয়ে ঘুরবে।
রুহনী। হৃদয়ের ছোট্ট রশ্মির নাম। তিন অক্ষরে শরীর গেঁথে যাওয়ার নাম। যে নামে রাতবিরেত জেগে থাকা যায়। কল্পনার ক্যানভাসে চোখাচোখি আঁকিবুঁকি করা যায়। কল্পনায় কন্ঠে কন্ঠে গল্প হয়। গান হয়, গুজব হয়। আরও কতো কি?

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ