বন্যায় খরা

মোস্তাফিজুর খাঁন ২৭ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ১২:০২:২৫পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

হাজার প্রশ্ন মনে, স্তব্ধ মুখ ।
এত বন্যা তবুও খরা, নেই তো সুখ !

দিশেহারা চাহনি,
প্রানে মেঘের খনি ।

হৃদ পক্ষে জড়তা, এত শব্দে কিসের নিরবতা ?
ভেঙ্গে যাচ্ছে আশা, মনে নেই ভালবাসা, আছে মলিন মুখ ।

এত বন্যা তবুও খরা, মনে নেই তো সুখ !! মনে নেই তো সুখ !!!

চেয়ে থাকি আকাশ পানে,
তাকে দেখি চাঁদের মাঝে ।
জুড়ায় এ চোখ ঢোলে পড়ে কল্পনাতে,
তবো মায়ার অনুভূতি নাই এই পৃথিবীতে ।

  • ভাবতে ভাবতে হয়ে যায় কাতর এ বুক,
    এত বন্যা তবুও খরা, মনে নেই তো সুখ, প্রানে নেই তো সুখ !!! 🖤
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ