বদ্ধ জানালায়

হালিমা আক্তার ২৩ মে ২০২২, সোমবার, ১২:৫৭:৪১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

সেদিনের পর থেকে

দক্ষিণের জানালাটা আর খোলা হয় না

আহ্, কতোদিন হয়ে গেল

বন্ধ জানলার খিলে জং ধরেছে,

কাঠগুলো এখন ঘুন পোকার বসতি।

বছরের পর বছর

দুঃখ কষ্টের মলিনতায়,

স্বচ্ছ কাঁচ গুলো

আঁধারের পথ খুঁজে নিয়েছে।

মাঝে মাঝে সূর্যের আলো

জোর করেই প্রবেশ করতে চায়,

বদ্ধ কাঁচের ফাঁক গলে

আর কতোটুকু ই বা পারে।

ইচ্ছে হয় আরেকটি বার

মুক্ত বাতাসের স্বাদ পেতে

ভয় হয় ঘুন পোকার বসতি

যদি ভেঙ্গে পড়ে।

নাই বা হলো আকাশ দেখা

বেঁচে থাক বদ্ধ জানালায় ভালোবাসা।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ