বটবৃক্ষ

ফজলে রাব্বী সোয়েব ৩১ জুলাই ২০২০, শুক্রবার, ১০:৪৪:৪৫পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

বড্ড অসময়ে চলে গেলেন আপনি।

এখন আর কাছে থেকে ভালোবাসা পাবো না,

এখন আর আমার জন্য সবচেয়ে

বেশি বিচলিত হওয়া মানুষটাকে আর পাবো না!

এখন আর খেলার স্কোর জানতে ফোন

দেবে না কেউ কিংবা খেলার বিশ্লেষণ করার

জন্য কাউকে আর কাছে পাব না!

এখন আর ফোন করে কেউ বলবে না,

তোমার জন্য তোমার আম্মা বিরিয়ানী করেছে,এসে খেও।

এখন আর কেউ অভিমান করবে না আমার সাথে!

আবার অভিমান শেষে সেই হাসিমাখা মুখটা

আর পাবো না দেখতে!

তারপরও কেন জানি মনে হয়, আপনি দেখছেন আমাকে!

হয়তো আমার সাথেই আছেন,

হয়তো দূর আকাশের কোন একটা স্থানে,

আসন পেতে বসে আছেন আমাকে ছায়া দেয়ার জন্য!

আমার বিশ্বাস বটবৃক্ষ ভেঙে যেতে পারে,

কিন্তু মরে যেতে পারে না!

কারণ সে জানে আজীবন তাকে ছায়া দিয়ে যেতে হবে,

হোক তা এপারে, কিংবা ওপারে।

আপনি ছিলেন, আছেন, থাকবেন।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ