বঙ্গবন্ধুকে আমরা ভুলিনি। তাকে কোনোদিন ভুলবোও না। বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা, তাকে ভোলা যায় না’।
এ কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৯ অক্টোবর) কলকাতায় মোম জাদুঘরে (মাদার্স ওয়াক্স মিউজিয়াম) বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।

মমতা বলেন, আমরা শেখ হাসিনাকে জানাতে চাই, বঙ্গবন্ধুকে আমরা ভুলিনি। আর তাকে কোনোদিন ভুলবোও না। বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা, তাকে ভোলা যায় না।

তাঁর বক্তব্যকে স্বাগত। আমাদের নেতাকে আমরাও স্বরি। এই তেল মারা বন্ধ করে আমাদের নদীর যে পানির অধিকার আছে তা দিন মমতার মমতায় তখনি শোভা পাবে যখন আমরা আমাদের পানির পূর্ণ হিস্যা পাব।

আমি এতে পূর্ণ আনন্দিত না। আমি তাঁর প্রতি পূর্ণ শ্রদ্বা রেখেই অনুরধ করব আপনারা যদি এই বঙ্গবন্ধুকে ভাল বাসেন তবে তাঁর দেশকে প্রাকৃতিক অধিকার থেকে বঞ্চিত করবেন না।  যে দেশ সবুজে ঘেরা, ফল ফুলে ভরা, নদীমাতৃক তাঁকে রক্ষার জন্য আপনার দেশের ভিতর থেকে প্রবাহিত নদির পানি আমাদের দেশে স্বাভাবিকভাবে প্রবেশ করতে দিন। যা আমাদের ন্যায্য পাওনা।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ