বকেয়া বিলের জন্য লাশ আটক

ছারপোকা ১৯ আগস্ট ২০১৪, মঙ্গলবার, ১০:৫৪:২০পূর্বাহ্ন বিবিধ ২ মন্তব্য

রোগীর চিকিত্সা খরচের
টাকা না দেয়ায় মৃত লাশ
আটকে রেখেছে একটি বেসরকারী
হাসপাতাল ।ভর্তি হওয়ার পর
থেকে কেয়ার ইউনিট (সিসিইউ)
তে চিকিত্সা চলছিলো ।চিকিত্সাধীন
থাকা অবস্থায় মারা যান ।এরপর
হাসপাতাল কর্তৃপক্ষ চিকিত্সা বাবদ
৩১ লাখ টাকার বিল
হাতে ধরিয়ে দেয় পরিবারের
স্বজনদের কাছে ।স্বজনরা ১২ লাখ
টাকা পরিশোধ করে বাকি ১৯ লাখ
টাকা পরে দেবার প্রতিশ্রুতি জানায়
কিন্তু হাসপাতাল কৃর্তপক্ষ সরাসরি
জানিয়ে দেয়া হয় পুরো টাকা পরিশোধ
না হলে লাশ দেয়া হবে না ।
_______________________
জীবন মৃত্যুর মাঝখানে আশার
প্রদীপ হয়ে মানুষের
মনে যে আলো জ্বালায়
তা হচ্ছে হাসপাতাল ।
বর্তমানে দেশে সরকারী হাসপাতালের
চেয়ে বেসরকারী হাসপাতালের পরিমান
কয়েক গুনে বেড়ে গিয়েছে ।
অত্যাধুনিক চিকিত্সা সরন্জাম
এবং দক্ষ চিকিত্সকদের
তত্ত্বাবধানে সবাই এ
সেবা নিতে চায় ।
চিকিত্সাব্যবস্থা আধুনিক হলে ও
তা ব্যয়বহুল কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ
করার পর ও অনেকে কাঙ্কিত
সেবা পায় না ।বস্তুত
চিকিত্সা প্রদানের কাজটি এখন
পরিনত হয়েছে বানিজ্য প্রধান
উপকরনে ।
________________________
অমানবিক চিন্তাভাবনায় জর্জরিত
আজ আমাদের সমাজ ব্যবস্থাপনা ।
এই চিন্তাভাবনার যদি পরিবর্তন
আমরা দূর করতে না পারি তাহলে মানবতাবোধ আর মনুষ্যত্ব উঠে যাবে ।

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ