বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এক অপরূপ মোহিনী শক্তি এই নামে। প্রতিটি বাংগালীর মনের মুকুরে ভেসে উঠে রূপকথার এক বীর নায়কের প্রতিচ্ছবি। ভেসে উঠে বাংলার প্রতিটি নির্যাতিত মানুষের প্রতি দরদ ও ভালবাসা সিক্ত একটি মানুষের চেহারা। যে অসাধারণ ধৈর্য, সাহস ও দৃঢ়তা নিয়ে তিনি তাঁর সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামে অসংখ্য অগ্নি-পরিক্ষার মধ্য দিয়ে পাকিস্তানি শাসক ও শোষক চক্রকে রুখে দাঁড়ান তাঁর তুলনা কেবল মাত্র রূপকথা ও পুরানিক মহাকাব্যের অতিমানবিক নায়কদের মধ্যেই পাওয়া যায়। প্রায় এক যুগ ব্যাপী কারাজীবনে তিনি অন্ততপক্ষে দুবার মৃত্যুর মুখোমুখি দাঁড়ান। কিন্তু কখনও মুহুর্তের জন্য এতটুকু দমেন নি, টলেন নি। সব রকমের দুঃখ কস্ট এবং বিপদের মধ্যেও তাঁর চেহারায় দেখা যেতো বিজয়ের হাসি। যে অপূর্ব ধৈর্য ও নির্লিপ্ততার মধ্য দিয়ে তিনি তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার মোকাবেলা করেন তা কেউ কোন দিন ভুলবে না।   পাকিস্তানি শাসক চক্র তাঁর জনগনের প্রতি কিছুটা সংযত আচরণ করবে, শুধুমাত্র একথা বিবেচনা করেই ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে তিনি কিভাবে গ্রেপ্তার বরণ করেন তা সমগ্র বিশ্ব জানে। কিন্তু কার্যত তা হয়নি। প্রতিটি ব্যাপারেই দেখা গেছে যে শেষ পর্যন্ত তিনি বিজয়ীর মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছেন। এসব সাফল্যের পিছনে রয়েছে তাঁর অদম্য সাহস, ইস্পাত-কঠোর সংকল্প, আদর্শ ও লক্ষ্যের প্রতি নিষ্ঠা এবং তাঁর জনগনের ঐক্য ও সংহতিতে প্রগাঢ় বিশ্বাস।

বাংলার মানুষ তাঁকে "আমার নেতা , তোমার নেতা- শেখ মুজিব" " মুজিব ভাই" এবং সর্বোপরি "বঙ্গবন্ধু" প্রভৃতি যে নামেই আখ্যায়িত করুক , তিনি প্রতিটি বাংগালী হৃদয়ের মণিকোঠায় সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। তিনি রূপকথার জীবন্ত নায়ক , বাংগালী সত্তার মূর্ত প্রতীক এবং বাংলার আবাল- বৃদ্ধ -বনিতার ভাবাবেগের উৎস।

একতা সত্য যে , বিগত পঁচিশ বছরের বিপ্লবী অগ্নিপুরুষ বর্তমানে সরকারী ক্ষমতার পুরোভাগে রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি কেবল প্রধানমন্ত্রীই নন। তিনি তাঁর জনগনের সর্বপ্রকার ধ্যান-ধারনা, আদর্শ ও আশা -আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। কারণ একটি ঐক্যবব্ধ জাতির সামগ্রিক প্রতিরোধ শক্তি তিনিই গড়ে তোলেন। কর্মজীবনে তাঁর অসাধারণ ব্যক্তিত্বের প্রভাবে ও গতিশীল নেতৃত্বে সবচাইতে বড়ো অবদান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। এটাই তাঁর কর্মজীবনের মূলকথা । এটাই তাঁকে ও তাঁর জনগণকে গৌরবের   বিজয়মাল্য ভূষিত করেছে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ