ফেসবুক

নিরব সাগর ১৬ আগস্ট ২০২০, রবিবার, ০৭:২৯:৪৪পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

ফেসবুকের যুগে আমরা এখন

হয়েছি এতো স্মার্ট,

পুর্ণ শব্দ লেখেনা কেউ

লেখে শুধু শর্টকাট।

ফসল দেখতে যায় না এখন

কেউ কোন মাঠ ঘাট,

সেলফি তুলতে যায় সবাই

বাকাঁ মুখে সেই  অদ্ভুত পার্ট।

ছেলেরা দেয় নানান ছবি

পরা তাদের নানান টি-শার্ট,

মেয়েরা দেয় হাত আর পার ছবি

বাকাঁ মুখ , পরা মিনিস্কার্ট।

লাড্ডু মিয়া নাম দেয় তার

লাডিনো ক্লোভার লাট,

মেরিনা তার নাম পালটিয়ে

হয়ে যায় মওলিয়া ভাট।

ছেলে হয়ে মেয়ে সেজে

সবার সাথে করে চ্যাট,

এডিট করে নিজের ছবি

বানায় তারা, সিক্স প্যাক্ট।

রং মেখে সং সেজে মেয়েরা

ধরেন কত না ঠাঁট,

একাধিক জনের সাথে সম্পর্ক

যেন ওদের মন, খেলার মাঠ।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ