ফেলানী হত্যার বিচারে প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে গণঅবস্থান ।।

 

যে দেশের জাতীয় দৈনিকের শিরোনাম হয় "ভারতীয় চ্যানেল,ষ্টার জলসা দেখতে না পেরে কিশোরীর আত্মহত্যা". . . . . .

সেই দেশ পাবে,ফেলানী হত্যার বিচার ???

SHAME !!!!!!!!!!!

যে দেশের তরুণীরা দেশীয় পোশাককে পায়ে ঠেলে,দোকান থেকে চার-পাঁচ গুণ দাম দিয়ে "সানি লিওন" নামক পোশাক কেনে. . . . . .

সেই দেশ পাবে,ফেলানী হত্যার বিচার ???

SHAME !!!!!!!!!!!

যে দেশের যুব সমাজ দেশীয় সংস্কৃতিকে কাঁচকলা দেখিয়ে,সারাদিন "আশিকি ২" আর "চেন্নাই এক্সপ্রেস" নিয়ে বুঁদ থাকে. . . . . .

সেই দেশ পাবে ফেলানী হত্যার বিচার ???

SHAME !!!!!!!!!!!

যে দেশের তরুণীরা হিন্দীতে কথা বলতে পেরে এবং হিন্দীতে স্ট্যাটাস দিতে পেরে,নিজেকে গর্বিত মনে করে. . . . . .

সেই দেশ পাবে,ফেলানী হত্যার বিচার ???

SHAME !!!!!!!!!!!

যে দেশের সঙ্গীতশিল্পী (আরেফিন রুমি) আমেরিকায় প্রবাসী বাঙ্গালীদের অনুষ্ঠানে,"তাকে কেনো হিন্দী গান গাইতে দেয়া হবে না" এই ইস্যু নিয়ে আয়োজকদের সাথে মারামারি লাগায়. . . . . .

সেই দেশ পাবে ফেলানী হত্যার বিচার ???

SHAME !!!!!!!!!!!

কোন বিবেক নিয়ে আপনারা আশা করেন যে,আমরা ফেলানী হত্যার সুষ্ঠু বিচার পাবো ???

আজ যারা ফেলানী হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্য এবং বিচারের রায় নিয়ে খুব বড় বড় স্ট্যাটাস দিচ্ছেন,তাদের মধ্যে কতোজন ভারতীয় পণ্য ব্যবহার এবং ভারতীয় সংস্কৃতিকে মনে প্রাণে বর্জন করতে পেরেছেন ???

আদৌ পেরেছেন কি ???

একদিকে মনে প্রাণে রেণ্ডিয়াকে ভালোবাসবেন,সারাদিন "ষ্টারপ্লাস/ষ্টার জলসা/সেট ম্যাক্স/সনি/জি বাংলা/ষ্টার ক্রিকেট" দেখবেন,"টিম রেণ্ডিয়া"কে জিততে দেখলে স্বশব্দে হাততালি দিবেন. . . . . .আর অন্যদিকে ফেসবুকে বিএসএফের গুষ্ঠি উদ্ধার করে লম্বা লম্বা স্ট্যাটাস ঝারবেন,তা তো হতে পারে না ।

রেণ্ডিয়ার বহুত বাড় বেড়েছে ।
আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদান ছিলো বলে,রেণ্ডিয়া আমাদের মাথা কিনে নেয়নি ।
ক্ষণে ক্ষণে প্রতি পদে পদে রেণ্ডিয়ার "বড় ভাই সুলভ" আচরণ,আমি কোনোভাবেই মেনে নিতে পারিনা ।

আমি গর্ব করেই বলবো যে,আমি কোনো হিন্দী গান শুনিনা এবং হিন্দী চলচ্চিত্র দেখিনা ।
এমনকি আমার বাসার টিভিতে অনেক অনেক চ্যানেল থাকার পরেও,আমি ম্যানুয়াল টিউনিং করে বেছে বেছে কেবলমাত্র বাংলাদেশী চ্যানেলগুলোই রেখেছি ;
কোন রেণ্ডিয়ান চ্যানেল রাখিনি ।

রেণ্ডিয়াকে গদাম দেয়ার সময় এসেছে ।
ফেলানী হত্যার বিচার চেয়ে লাভ নেই ।
আজকে একদিকে আমরা ফেলানী হত্যার বিচার চাইছি,আর কালকেই আবারো সীমান্ত থেকে আমাদের ভাইদের-আমাদের বোনদেরকে ধরে নিয়ে যাবে কিংবা কুকুরের মতো গুলি করে মারবে ।
আর ফেলানী হত্যার বিচার যে "প্রহসনের বিচার" হবে,এটা তো আগেই জানা ছিলো ।
বিচারের বাণী নিরবে নিভৃতেই কেঁদে যাবে চিরকাল ।
লাভের লাভ কিছুই হবে না ।
যা করার,এখন আমাদেরই করতে হবে ।

* মনে প্রাণে,রেণ্ডিয়া প্রীতি ত্যাগ করতে হবে ।

* রেণ্ডিয়ান ভোগ্য পণ্যের আমদানী বন্ধ করতে হবে ।(চাল,ডাল,পেঁয়াজ,আদা,চিনি)

* রেণ্ডিয়ান গরু আমদানী বন্ধ করতে হবে ।

* রেণ্ডিয়ান টিভি চ্যানেল বয়কট করতে হবে ।

* রেণ্ডিয়ান পোশাককে বর্জন করতে হবে ।

* রেণ্ডিয়ান গান শোনা বন্ধ করতে হবে ।

* রেণ্ডিয়ান খাদ্য দ্রব্য বর্জন করতে হবে । (এমনকি দু'টাকার একটা চকলেটও না)

* ঈদের বাজারে রেণ্ডিয়ান পোশাকের প্রতুলতা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে ।

আমরা যদি এভাবে নানা দিক দিয়ে রেণ্ডিয়াকে বর্জন শুরু করে ওদের ভালমতো চাপ না দিতে পারি,তাহলে সীমান্তে হত্যা কোনদিনও বন্ধ হবে না ।

আপনি কি পারবেন. . . . . .রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে ম্যানুয়ালি টিউনিং করে,আপনার বাসার টিভি থেকে বেছে বেছে একটা একটা করে রেণ্ডিয়ান চ্যানেল রিমোভ করতে ???

পারবেন. . . . . .আপনার মা-বোনকে ষ্টার প্লাস কিংবা ষ্টার জলসার "সিরিয়াল" নামক বেড়াজাল থেকে মুক্ত করে,দেশীয় নাটক এবং টেলিফিল্ম দেখায় উদ্বুদ্ধ করতে ???

পারবেন. . . . . .আপনি নিজে ষ্টার ক্রিকেট/ষ্টার স্পোর্টস দেখা বন্ধ করতে ???

পারবেন. . . . . ."আশিকী ২" কিংবা "চেন্নাই এক্সপ্রেস" দেখা বন্ধ করতে ???

পারবেন. . . . . .আমির খান/রনবীর কাপুরকে অনুকরণ না করতে ???

পারবেন. . . . . .রেণ্ডিয়ান পোশাককে বর্জন করে,দেশীয় পোশাক কিনতে ???

পারবেন ?????????????

কতোজন পারেন,সেটাই দেখতে চাই ।

আর যদি না পারেন তাহলে "ফেলানী হত্যার বিচার" নিয়ে,কোনো কথা আপনার মুখে মানায় না ।
আপনি,আমাদের বোন হত্যার বিচার চাওয়ার যোগ্য না ।

আমায় ক্ষমা করিস ফেলানী. . . . . .
১৬কোটি জনতা,তোকে বাঁচাতে পারিনি ।
এমনকি তোকে হত্যার বিচারটাও. . . . . . . .
আমায় ক্ষমা করিস ফেলানী ।

"আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি" ।।

তাই এই ফেলানি হত্যা রায়ের প্রতিবাদে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করেছি, সবাইকে অনুরোধ করছি ইভেন্টে যোগ দিয়ে ইভেন্ট সফল করার জন্য।।

ইভেন্ট লিঙ্ক; https://www.facebook.com/events/713963711953479

 

 

0 Shares

৫টি মন্তব্য

  • খসড়া

    আপনার পোস্টটি দুইবার এসেছে একটু এডিট করতে হবে।

    ফেলানি হত্যার বিচার ! ফেলানি মরল কেন? কে বলেছে ফেলানিকে মারা হয়েছে? ওতো কাটাতারের বেড়ার উপর চড়ে সোহাগ চাদ বদনি ধনি নাচতো দেখি গানের সথে নাচছিল। সেই সময় পরে যেতে ধরে কিন্তু কাটায় আটকে ঝুলে থাকে। সেই ছবি দেখে বাংলাদেশ প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই দেশের মানুষ আবার মানুষ নাকি আর ফালানি তো আরও মানুষ না। ও তো ব্যাংঙ।

  • জিসান শা ইকরাম

    কিছু কঠিন সত্য লিখেছেন পোস্টে ।
    আমরা নিজেরাই নির্ভরশীলতা কমাতে চাইনা ।
    ভারত বিরোধিতা শ্লোগান হিসেবে গ্রহন করে , ভারতীয় পণ্য দিয়েই বাসা সাঁজাই , খেয়ে উদর পূর্তি করি।
    ফেলানি ইস্যুটি একান্তই রাজনৈতিক মনে হয় আমার কাছে , সুবিধা নেয়ার রাজনীতি।
    জানতে ইচ্ছে করে – ফেলানী মারা যাবার পরে তাঁর বাবা মায়ের খোঁজ কতজনে নিয়েছি আমরা ? ফেলানি রোজগারের জন্য ভারত যেতে চেয়েছে , পরিবারের অবস্থা ভালো না , ভালো হলে ফেলানী রোজগারের চিন্তা করতো না । পরিবারে রোজগার করেন , এমন একজনের শুন্যতায় তাঁর পরিবারটির কথা আমরা কতটা ভেবেছি ।।

    অবশ্যই ফেলানী হত্যার বিচার চাই। ইভেন্ট সফল হোক।

  • নিশিথের নিশাচর

    ভাই আপনার সকল কিছুর সাথে একমত হতে গিয়ে একটা যাইগায় আর পারি নাই।
    ভারতীয় পণ্য বর্জন করতে গেলে আমরা না খেয়ে মরবো।
    আর আমাদের দেশের পণ্য অনেক চড়া দামে কিনে খেতে হবে।
    যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে।
    আর বাকি যা কিছু বলেছেন সব কিছুর সাথে আমি আপনাকে সাপোর্ট করছি।
    আমাদের দেশে ভারতীয় সব কিছুর কদর একটু বেশি দেওয়া হয়।
    আর টিভি চ্যানেল তার কথা নাই বা বললাম।
    অবশ্যই ফেলানী হত্যার বিচার চাই
    ইভেন্ট সফল হোক এই কামনা করি।

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ