নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়
ধনী, গরীব, ভিক্ষুক সব এক কাতারেরত।

নয় ভেদা ভেদ সকলে কোলাকুলি দাড়িয়ে জনে জনে
সবাই মানুষ, কেউ নয় রাজা, কেউ নয় পতি, সবাই প্রজা,
তুলে দু’হাত কান্দে সবে এক কাতারে বসে,
করি ফরিয়াদ গুনাহ কর মাপ হে রহমানুর রহিম।

সব ইবাদতের সেরা ইবাদত নামাজ
ধারণ কর বুকে ও  অন্তরে মুসলমান,
নামাজ দেবে তোমায় মনে শান্তি, পরকালে বেহেস্ত
বে-নামাজে কাফির, নামাজে মুমিন হও মুসলমান।

জানতে অজান্তে দুনিয়াদারি পড়ে মনে যা পাপের শামিল,
নামাজে রত আমরা দয়ার কাংগাল, হে রহমানুর রহিম,
জানতে অজান্তে যত গুনাহ করেছি এজীবনে
তোমারি ক্ষমায় পাব দিশা হে রহমানুর রহিম।

তোমার পাওয়ার জন্য স্মরি সর্বদা
রাতে-বিরাতে স্বয়নে স্বপনে সদা,
আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ