প্রাপ্য

ফজলে রাব্বী সোয়েব ১৯ আগস্ট ২০২০, বুধবার, ০২:৩৫:০৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

হারতে হারতে এখন আর জয়ের স্বাদ
অনুভব করতে পারি না।
না হারাটাই যেন মস্ত বড় ভুল,
জয় তো আমার প্রাপ্য নয়।

একের পর এক আঘাত না পেলে,
জীবনটাকে বড্ড পানসে লাগে।
আঘাত না পাওয়াটাই যেন বড় কোন ভুল,
ভালোবাসাতো আমার প্রাপ্য নয়।

চারিদিকে শুধু মিথ্যের ভেল্কিবাজি দেখি,
আমার চারিদিকে মিথ্যের মহাপ্রাচীর,
ওই প্রাচীর ভেঙ্গে যাওয়াটাই যেন ভুল,
সত্য আমার প্রাপ্য নয়।

দুঃখের গাঙে্ সাঁতার কেটেই যাচ্ছি,
সুখের ডাঙা পাই না খুঁজে,
ওই ডাঙাটাই যেন খুঁজে পাওয়া ভুল,
সুখটাও আমার প্রাপ্য নয়।

সকল মন্দে মিশে আছি আস্টেপৃষ্ঠে,
মনকে রেখেছি সংযত,
কোন ভালো খুঁজে পাওয়াটাই যেন ভুল,
ভালো জীবন আমার প্রাপ্য নয়।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ