প্রত্যাশা – ২

মানিক পাগলা ২৬ এপ্রিল ২০১৪, শনিবার, ০৬:৫৪:৩৩অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

কিছু বিশ্বাস নিয়ে
চলে যাওয়া যায় অনেক দূর,
কিছু সত্য নিয়ে
কাটিয়ে দেওয়া যায় অনেকটা প্রহর।

চারিদিকে বাজে আজ
মিথ্যা আর অবিশ্বাসের পদধ্বনি,
প্রহর কেটে যায়
,
চেয়ে আছি ঐ দূরে-
হয়তো কেউ আনবে আবার
স্বপ্নীল সোনালী প্রভাতের গুঞ্জরনি।

(১৫/০৬/২০১০ – সকাল ৭ টা)

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ