প্রতিমুখ

মুহম্মদ মাসুদ ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০৪:১৯:৪২অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আহারে!
বিমুগ্ধ গন্ধ মেখে দাঁড়িয়ে থাকা,
নদীর স্রোতের ঠোঁটে।
যে স্রোতে প্রেমের রক্ত ভেসে ভেসে ঢেউ খেলে।

নিষ্পলক চোখে চোখ, চোখাচোখি,
আঁকিবুঁকি আঙুলে আঙুলের ছোবল।
দিশেহারা ছন্নছাড়া দেহপিঞ্জর
হৃৎপিণ্ড হাউমাউ কাঁদে বেলা অবেলায়।

ছবিঃ সংগৃহীত    

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ