প্রতিদ্বন্দ্বী

মুহম্মদ মাসুদ ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৩:১৫:০৮অপরাহ্ন গল্প ১৬ মন্তব্য

 

বিয়ের পর এই প্রথম অতলদা ভাবিকে নিয়ে বাড়িতে এসেছে।
বাইরে বৃষ্টি হচ্ছে। সেইরকম বৃষ্টি। টিনের চালে বৃষ্টির শব্দ খুবই ভালো লাগছিলো। এমন সময়ে ভাবিকে ইনিয়েবিনিয়ে খুব কষ্টে রাজি করালাম। ততক্ষণে রান্নাঘর থেকে খিচুড়ি আর মাংসের ঘ্রাণ এসে জিভটা নড়বড়ে করে দিয়েছে। কিন্তু বারবার শত চেষ্টা করেও কোন লাভ হলোনা। কেন জানি আজ ক্ষুধাও মন্দা। আমি ভাবিকে বেশ কয়েকবার অনুরোধ করার পর ভাবি রাজি হয়ে গেলো। তখন মনের ভিতর শীতল বাতাস এসে রোমাঞ্চিত করে দিলো। অবশ্য আম্মু পাশের ঘরে ঘুমিয়ে ছিলো।
ভাবি ফিসফিস করে বলতে লাগলো - এবার কি হবে তোর? এই আমি তোরটা খেয়ে নিলাম।
আমি কিছুই বললাম না। শুধু ভাবির দিকে তাকিয়ে থাকলাম। সে কি ইয়ার্কি!
কিছুক্ষণ পরে আমিও ফিসফিস করে বললাম - এবার তোমার কি হবে? এই আমি তোমারটা খেয়ে নিলাম। এখন চুপ করে মুখ বুঝে সহ্য...। এখন শুধুই আমার পালা। শুধু খেয়েই যাবো।
কি বলেছিলাম না তুমি আমার সাথে পারবে না। বিশ্বাস হলো তো। মুখেই শুধু বড় বড় কথা। কাজের বেলায় কিচ্ছু না।
কিছুক্ষণ পরে আমার কাছে হেরে গিয়ে ভাবি বলছে - হুমম, হেরেছি। তাতে কি হয়েছে? আমার সাথে তোমাকে খেলতেই হবে।
হুমম, খেলবো। সমস্যা কি?
ভাবি বললো - হুমম, তখনই দেখা যাবে।
হুমম হইছে। এখন চলো লুডু খেলা বন্ধ করে খিচুড়ি আর মাংস...।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ