পহেলা বৈশাখে ইলিশ কেন?

ইঞ্জা ১২ এপ্রিল ২০১৭, বুধবার, ১২:২৪:১৮অপরাহ্ন সমসাময়িক ২৪ মন্তব্য

fb_img_1491977309632

 

 

মাননীয় প্রধানমন্ত্রী গতবছরও ১লা বৈশাখে পাতে ইলিশ রাখেননি আর আমরা নরাধমরা রাক্ষসের মত আন্ডা বাচ্চা সহ ইলিশ খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কি তামাশা যেন ইলিশ না খেলেই যেন জাত যাবে আমাদের আর খেলে যেন নববর্ষ উদ্দার হয়ে যাবে, পারলে ২০/২৪ হাজার টাকা দিয়েও ইলিশ কিনি (টাকা যেন গাছে ধরে)।

আপনারা জাননে কি, এই ইলিশ মাছের মাধ্যমে আমাদের দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয়, এইসময় ইলিশ কিন্তু ছোট থাকে, সাথে বড় ইলিশ ডিম ছাড়ে, একটি ইলিশের ডিম থেকে হাজার হাজার বাচ্চা ইলিশ হয়, আমরা এইসময় ইলিশ না খেলে সামনে বড় বড় কতো ইলিশ খাওয়া যাবে সেইটা একবার চিন্তা করুন।

ভাইলোগ আমি বলি কি দুনিয়াতে কত ছোট বড় মাছ আছে যা দামেও কম আবার পাওয়া যায় যখন তখন আর এদেরই পাতে রাখিনা কেন, কেন এই দামি দেশের সম্পদ একদিনেই শেষ করার বাসনা?

আসুন এইবার পাতে দামি ইলিশ না রেখে, ভর্তা ভাজি, শুটকি, ছোট মাছ খেয়েই পহেলা বৈশাখ উদযাপন করি।

সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ