পড়শী মোর

হালিমা আক্তার ২৭ আগস্ট ২০২১, শুক্রবার, ১২:৪৫:৫৩পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

বেশকিছু দিন ধরে কলমে নতুন লেখার সৃষ্টি হচ্ছে না। হয়তো কলমের ধার কমে গেছে। তাই ডায়রি খুঁজে অনেক পুরানো লেখা পোস্ট করলাম। কিছু এডিট করা।

জন্মের পর থেকেই
হয়ে যাই মোরা অসহায়,
চোখ মেলেই দেখতে পাই
জমেছে মেঘ
বাবা মার মুখ খানায়।

সাথে আছে প্রতিবেশীর
না না ভাবনা,
সোনাদানা টাকা পয়সা
জমিয়ে রাখো বাক্স কয়খানা।

এভাবেই যায় কেটে দিন
হতে থাকি বড়
যদিও আদর যত্নের
কমতি ছিল কিনা
হিসাব করিনি কখনো।

মাঝে মাঝে শুনি
পাড়া পড়শীর কথা,
মেয়েতো বড় হয়ে গেছে
এবার দিয়ে দাও বিয়ে থা।

মনে মনে হাসি
যার মাথা তার নাই ব্যথা
পড়শীর নির্ঘুম ভাবনা।

কেউ কেউ বলে
মেয়েমানুষ করবে
আর কত লেখা পড়া?
বয়স হয়ে গেলে
ভালো পাত্রের পাবেনা দেখা।

হায় হায় এতো ভালো প্রতিবেশী
কত তাদের ভাবনা,
অন্যের চিন্তায় মশগুল সারাবেলা।

তারিখ --৩০/১২/৯২

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ