নীলাঞ্জনা-তুমি কি এখানে আর আসবে না?

ঋতুরাজ ৬ সেপ্টেম্বর ২০১৩, শুক্রবার, ০১:২৭:১৯পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

নীলাঞ্জনা-তুমি কি এখানে আর আসবে না?

শিউলী ঝরা শরৎ প্রভাতে শিশির ভেজা ঘাঁসের বুকে পদচিহ্ন এঁকে-

মাটির তীলক কপালে আঁকা কুয়াশার কাজল চোখে,অপলক চেয়ে

তুমি কি এখানে আর আসবে না?

নীলাঞ্জনা-শুভ্র সফেদ কাশফুলের কোমল পরশে

হাসি মুখে ভরা সরল হরষে-তুমি কি আর হাসবে না?

তোমার কোমল হাতের ছোঁয়ায় জড়িয়ে নিতে আমায়-

তুমি কি এখানে আর আসবে না?

প্রিয়তমা-মায়া ভরা মুখে মধুময় হাসিমুখে দুষ্টুমিতে ভরা

কিছু খুনসুটি মান অভিমানে হৃদয় দেয়া নেয়া।

ভুলেছ কি সব-পাখিদের কলরব শেয়ালের আনাগোনা-

নীলাঞ্জনা-তুমি কি এখানে আর আসবে না?

হাতে হাত রেখে পাশাপাশি চলা-চোঁখে চোঁখ রেখে মৃদু স্বরে বলা

আড়ালে লুকালে কেও-অশ্রু জলে ভেঁজা,সে কি বৃথা!

তুমি আছো, আমিও আছি সেই সেদিনের মত-তবু দুরত্ব বহুদুর!

নীলনয়না-তুমি কি এখানে আর আসবে না?

ভালবাসি আমি-বেসেছিলে তুমিও,সে তো নয় অপরাধ-

সুখের বাসর গড়ব দুজনে ছিল মনে বড় সাধ।স্বর্গ সুখের তরে

ভুলেছ কি মোরে? নরক যন্ত্রনা দিয়েছ ঢেলে আমার অন্তরে।তাই-

নীলাঞ্জনা-তুমি কি এখানে আর আসবে না?

বাগানের এক কোনে,ঝড়ে ভেঙ্গে পড়া জামগাছটার তলে

কেটেছে কতটা সময়-ফুল পাখি আর পাতায় শাখায় মিলে-

সেই উঁচু শেঁকড়ের পরে-আমি দাঁড়িয়ে একা-উদাস নয়নে,তোমার অপেক্ষায়

নীলাঞ্জনা-তুমি কি এখানে  আর আসবে না?

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ