নির্বাসন

সিহাব ২৯ মার্চ ২০১৪, শনিবার, ১১:৩৬:০৭পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

মাঝে মাঝে ইচ্ছে করে

আমি যেন নির্বাসিত হই !

দুনিয়ার এই কঠোর কুঠারের আঘাত

আমার আর সহ্য হয় না ।

মানুষের বহুরূপী সত্ত্বা

আমায় নিজের রূপকেই দ্বিধায় ফেলে দেয় !

চারপাশে একবার হালকা ভাবে তাকাই

কি দেখি?

দেখি আমাদের ছলনা

নিজেই নিজেকে ভুলানোর হাজারো প্রয়াস !

এই যে পথের ধাঁরে-ফুটপাতে যারা শুয়ে আছে

তারাই ছলনাহীন !

দু-বেলা, দু-মুঠো খাওয়ার তাগিদ

তাদের মাঝে ছলনার আশ্রয় দেয় না !

তারা ইচ্ছে মত চলে।

চিন্তা তাদের আজ-কে নিয়ে !

আর আমরা?

আমরা কাল-কের চিন্তায় আজ-কেই গুরুত্ব দিই না।

বলি-ভাল আছি

এই লোক দেখানো ভাল না থাকাই ভাল !

ভাল থাকতে চাই নিজের ভিতরে !

যেখানে ছলনার কোন আশ্রয় নেই,

নেই কোন মিথ্যা-হত্যা-লোভ

আমি সেথায় নির্বাসিত হতে চাই !

আমি চাই......আমি চাই...... নির্বাসন !!

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ