নিয়ানডারথাল মানব

বোকা মানুষ ৪ নভেম্বর ২০১৩, সোমবার, ০৫:৫৭:৩৮অপরাহ্ন কবিতা, সাহিত্য ১২ মন্তব্য

ফিরে যাও সেই গুহাবাসের দিনগুলোতে।
ছাল বাকল পরে ঘুরে বেড়াও
প্রান্তর থেকে প্রান্তরে।
বর্শায় গেঁথে ফেল ছুটন্ত আহার।
পাথর ঘষে ঘষে জ্বালানো আগুনে
পোড়াও পশু, ক্ষুন্নিবৃত্তি করো জান্তব গোগ্রাসে।

কি, যাবেনা?
ভেবে দেখ দেখি,
যদি বলতে চাও "ভালবাসি"!
নেই কোনও নিয়মের বাঁধন।
যেমন ইচ্ছে বল, যাকে ইচ্ছে বল।
কেউ বলবেনা কলঙ্কিনী, কিংবা লম্পট।

মন চলবে মনের ইচ্ছে মত,
ইচ্ছের ডানারা খাঁচায় নয় বন্দি,
চোখ রাঙ্গাবেনা কোনও সমাজপতি।

কি? লোভ হচ্ছে এখন?
হাহ হা! সব্বারই হয়।
কেউ বলে, কেউ বলেনা।।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ