দেশের একজন নাট্য পরিচালক জনাব সাজ্জাদ রাহমান এর টেলিফিল্ম “তোমাকে শুধাবার মতো একটি প্রশ্ন আমার ছিল এবং আছে”  নাটকটি রচনা চিত্রনাট্যে  রুপদান করেছেন দেশের একজন স্বনামধন্য ব্যাবসায়ী ও সাহ্যিতিক রোকসানা বিলকিস। একজন মহিলা ব্যাবসায়ী হেসেবে নিজেকে গড়ে তুলেছেন সকল প্রকার বাধা অতিক্রম করে।

নাটকটি আমি দেখলাম ও যা বুঝলাম তাহল, নাটকটি শুরু থেকে শেষ অবধি দেখার একটি আগ্রহ সৃষ্টি করেছে। কারণ ডায়ালগ ও শব্দের মাধুরী দিয়ে দর্শককে আকর্ষণ করবে।আর সজল ও সানজিদা কোয়েল চঞ্চলতা অভিনয় দারুনভাবে ভুটিয়ে তুলেছে নাটকটিতে।

নাটকের মুল বিসয়বস্তুঃ সমাজে নারীদের বেড়ে উঠতে নিজস্ব পরিবার ও সমাজের যে প্রতিবন্ধকতা তা দূর করার জন্য অনেক নাটক আছে কিন্তু তাঁর বলয় থেকে আলাদাভাবে মেয়েদের প্রতিবাদ করার একটি কায়দাকানুন এই নাটককে আরো সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন নাট্যকার ও পরিচালক।

অনুস্টহানে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক রাহাত খান, টেলিফিল্মের কলাকৈশলীগণ, জনাব পীরজাদা শহিদুল হারুন, রোকসানা বিলকিস, সাজ্জাদ রাহমানসহ অনেকে।

নাট্যকার আরো ভাল সাহিত্য উপহার দেবে এই আশা রাখি।

আমি পরিচালক আরো ভাল নাটক সৃষ্টি করে দেশের নাটককে আরো ভাল অবস্থানে নিয়ে আসবে সে আশা রাখি। তাঁর সর্বদা সাফল্য কামনা করি।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ