নতুন নন্দলাল

নিরব সাগর ২০ মার্চ ২০২০, শুক্রবার, ০৩:৪৬:৫৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

হাত দুলে ভাত তুলে
খাই না আমি।
পা ঝুলে কোন ভুলে
সিঁড়ি না নামি।

নিদ্রা হতে অনিদ্রাতে
বসে থাকি ঘরে।
বাহিরেতে না হয় বাহির
হারিয়ে যাওয়ার তরে।

গাড়ি আমি নাহি চড়ি
দুর্ঘটনার ভয়।
কখন কোন অপঘাতে
আমার মৃত্যু হয়।

নৌকাতে আমি নাহি চড়ি
যদি যাই পরে।
কে করিবে উদ্ধার এ দেশ
যাই যদি মরে।

বাঁচাটা আমার অতি দরকার
অনেক ভেবে দেখেছি।
যতন করে প্রাণটা যে তাই
আপন করে রেখেছি।

দেশের জন্য বাঁচতে চাই
শতাব্দি মহাকাল।
আধুনিক সালে  আমি এক
নতুন নন্দলাল।।

 

বিঃদ্রঃ কেভিড-১৯ ফ্যাক্ট

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ