দেখো মা ছেলের কাণ্ড।

সঞ্জয় মালাকার ১৪ জুন ২০১৯, শুক্রবার, ০২:১৭:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

প্রিয় জন্মভূমি..... তোমাকে জানাই সহস্র সালাম।
দেখো মা ছেলের কান্ড,
মা কাঁদছে, আর ছেলে পানিতে ভাসছে,,

নদী,

নদী তুমি দাওনি স্থান....
স্বপ্ন দেখার দিন,
ভাসিয়ে নাও কাঁদিয়ে যাও
তুমি'ই থাকো স্বাধীন!

নদী, তোমার তীরে  ঘরক্ষাণি মোর
শ্রমে ঘামে গড়া,
তুমি আমায় করলে পর,
স্হান শূন্য হারা!

নদী তুমি মায়ের বুকটা ভাঙলে ....
মায়ের চোখে জল দেখে তুমি কেন হাসো,
নদী তুমি চেয়ে দেখো...
মা হারা সেই ছেলে'টা আজ
তোমার বুকে ভাসে?
নদী তুমি শান্ত থাকো,দুকূল করে আপন,
আপন স্হান খুঁজে পাবে বাংলার জনগন।

সঞ্জয় মালাকার//

ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ