দেখা হবে

সাবিনা ইয়াসমিন ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ০৬:৩৬:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আস্ফালন তার হরেক রকম
সোজা নয় বর্ননায়,
কখনো আসেন ঝুঁটি বেধে
কখনো মালকোঁচায়।
নিশীথে নীভৃতে
কিছু একটা করে ফেলার ধান্দায়,
দিন গুনে,মাস গুনে নখ খুটে যায় কল্পনায়।
লম্ফ ঝম্ফ করে ডঙ্কা বাজিয়ে
সোরগোল তুলে,চামঁচিকার নাঁচ দেখবে বলে
আকুলতা তার বহুরকম,অন্যরকম তার সাজ,
সাধ্য কার তারে খুশি করবে
দিবে পেখম তোলা নাঁচ।
কাকের প্রতি তিনি মহা বিরক্ত
কাক গুলো তাই ভয়ে তটস্থ,
কয়-না কথা,গায়-না কোন গান
আপনার জান নিয়ে বাঁচে
রাখেনা পিছুটান।
লেখক নন,কবিও নন,লেখেনি কবিতা কভু
ছন্দ তালের মিল দিয়ে যাই-বা লেখেন,
বিনয়ের অবতার "সে"পদবী নেন-না তবু।
পরকীয়া,,তাতো অগুনীত সময়ের লীলাখেলা
ফুরন্ত বেলায় কজন-ইবা যোগ দেয় তাতে,
যৌবন যার বৃথা অবেলায়
মরবে কি শেষে বিনা জাতে !!
হে পিতিবী,,,বিদায়
চলিবে,চলিবে যদি উঠে রব আবার
আসিবো নিশ্চয়,,দেখা হবে বারে-বার।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ