দুঃখ কষ্ট ছোঁয় না আমাকে।
সে পথ পাড়ি দিয়ে এসেছি বহু যুগ আগে।
বেদনার নীল শাড়িতে জড়ায় না অঙ্গ ,
সেতো বহুদিন হলো।
কি লাভ নিজেকে কষ্টের লিপিতে আটকে রেখে।
সুখের দোলনায় স্বর্গের ঘুমে চোখ জুড়ায় নিশি রাতে।
কখনো বা আঁধারে নক্ষত্রের খেলা দেখে রাত কাটে।
রাত জেগে বেতারে নিশুতি রাতের গান শোনা হয় না
কতকাল ধরে।
বন্ধুদের আড্ডায় অচলা, মহিম, সুরেশের গল্প
কোথায় যেন হারিয়ে গেছে।
কপোল বয়ে যাওয়া অশ্রু
ধুয়ে গেছে বৃষ্টির জলে কোন কালে।
এরপর থেকে বৃষ্টি নামে না
আমার আঙিনাতে।
রৌদ্র দীপ্ত খরায় হৃদয় পুড়ে ভস্ম হয়েছে সেই কবে
দিন তারিখ আজ আর মনে নেই।
লিখে ও রাখিনি ডায়রির কোন পাতাতে।
পিছনে ফেলে আসা পথের ধুলো কণায়
আকাশ হয় না ভারি।
শ্বেত শুভ্র আকাশে বিহঙ্গ উড়ে বেড়ায়
নিজ ডানায় ভর করে।

#সোনেলা ম্যাগাজিন ২০২২

ছবি সংগ্রহ-নেট থেকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ