দহন

নীহার ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ১০:৫৭:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

ছেলেটার প্রত্যেকটা সিগারেটের পেছনে একটা গল্প থাকে, একেকটা টানের পেছনে অনেকগুলা হতাশা থাকে।

সিগারেটখোর থেকে সিগারেটপ্রেমী হওয়ার গল্পগুলো সব সময় 'নেশা করার উদ্দেশ্য' হয় না॥

কিছু কিছু আগুন জ্বলে আরেকটা পোড়া গন্ধ চাপা দিতে। যে মাংসটা খুব ভেতরে কয়লা হচ্ছে, তার কোষগুলোর দুঃখী নিউক্লিয়াসদের কষ্টের কথা কেউ জানে না। কয়েকটা ধোঁয়া বেওয়ারিশ হয়ে যায়, কতগুলো বাষ্প হতে না পারা ছোট-খাট পানি ঢেকে দিতে॥

একা মানুষদের উলটে পালটে দেখা নিঃসঙ্গতা-তাদেরকে বুমেরাং এর মত ঝাঁঝরা করে মাঝে-সাঁঝে। ঐ হেরে যাওয়া কালো চামড়া কাউকে দেখানো যায় না। ঐ কষ্ট দাঁতে চাপা সিগারেট খুব যত্নে বোতলের ভেতর আটকে দেয়॥

ছেলেটা জানে মেয়েটার কোনো দোষ ছিল না। অসম্ভবের প্রেমে পড়া একান্ত সমস্যা-তাতে কারো দোষ থাকে না॥

কিছু কিছু সময়ের খবর কেবল কবরতলায় থাকে, কিছু কিছু 'দোষ না থাকা'র সমাধান এলেবেলে ধোঁয়ায় ঘনীভূত ভালোবাসা॥

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ