তোর মতই হবো রে পাগলী

মোকসেদুল ইসলাম ১৪ মে ২০১৪, বুধবার, ০২:৩৪:৩৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

পাগলী, তোর সঙ্গেই আজ যাব চলে যে দিকে তুই যাবি
কষ্ট মেখে নষ্ট হবো ভরা অমাবশ্যায় আনবো ডেকে পূর্ণিমার শশী,

বড় দুঃসময় আমার যাচ্ছে এখন দেখছে না কেউ চোখটি মেলে
পাথর সরিয়ে হাঁটছি আমি ধূলোবালি পায়ে মেখে।

ভালোবাসা কি জিনিস জানে না বসুধা প্রতারণায় ভরা মানুষের মন
তুই আছিস ভালই বুঝিস না কিছুই, ইচ্ছে করে তোর মত আমি হই,

গায়ে জামা নেই জটাধারী চুল গন্ধ পেয়ে সবাই করে দূর দূর
তবুও তুই বেশ আছিস চলার পথে করিসনি কোন ভুল।

ভদ্দর লোক হলেও তারা জিলাপির প্যাঁচের মতই চলে
তোর চেয়েও তারা নিকৃষ্ট, বড়ই বাজে তাদের মন,

স্বার্থের জন্য ভাইকে মারে, গলাটিপে মারে ভালোবাসা
বা হাতে খায় উপরি ইনকাম, রাতে করে গমন বেশ্যালয়ে,
পাগলী, তোর সঙ্গেই আজ যাব চলে যে দিকে তুই যাবি।

অশান্তি আজ চরমে তুলবো, দুখের অনলে পুড়াবো হৃদয়
স্বস্তির মরীচিকায় যখন ঘুন ধরেছে কি আর হবে ভাল থাকার করে অভিনয়।

মেঘে মেঘে অনেক বেলা গেছে বেড়ে বুঝতে হয়েছে দেরি
পাগলী, তোর মতই হবো ভবঘুরে আজ আমি।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ