তুমি আজ হিসেব কর

করায়-গন্ডায় !

যুক্তিদিয়ে বুঝতে চেষ্টা কর

সব কিছুই !

কিছু ভুল তুমি তাই সর্বদাই কর

এই যে-তুমি ভালবাসাকে যুক্তি দিয়ে বাঁধতে চাও !

ভালবাসাকে কি যুক্তিতে কখনো বাঁধা যায়?

একটি পাকা বাড়ি যতটা জমির উপর দাঁড়িয়ে থাকে

তুমি ভালবাসতে চাও সেই জমি-সমেত বাড়ীকে !

সেই জমি-সমেত বাড়ির যে অস্তিত্ব আছে !!

আর আমি?

আমি চাই সেই বাড়ির ছাদ থেকে

সুদূর আকাশ !

যেই ছাদ থেকে তোমার যুক্তিপূর্ণ ভালবাসা শেষ হয়

সেই ছাদ থেকেই আমার যুক্তিহীন ভালবাসার শুরু যে !!

আমার সেই ভালবাসায়

নেই কোন লাগাম, নেই ধরা-বাঁধা নিয়ম ।

সিড়ি বা লিফট দিয়ে যেখানে তোমার ভালবাসাকে বাঁধতে হয়,

সেখানে আমার ভালবাসা মুক্ত বাতাসের ন্যায় খেলা করে !

ইচ্ছে হলেই উড়াল দিই

আবার ইচ্ছেতেই ঘুরে-ফিরে আসি !!

আমার ভালবাসা তাই কষ্ট পেয়ে বৃষ্টিতে ভিজে !

সেই কষ্টের পানি ঝরে পরে তোমার সেই ছাদে !

আর তুমি সেই ছাদকে শুকোও সূর্য্যের আলোতে !

হায়, সেই সূর্য্যাভার শেষ যে ছাদের উপরেই !

যার উৎস কিনা আমারি সুদুর অন্তহীন নীল আকাশে !!

তোমার হিসেবি ভালবাসার দালান

ভূমিকম্পে ধ্বংস হয় !

আর আমার বেহিসেবি ভালবাসার ক্ষেত্রটা কিছুটা জায়গা প্রাপ্ত হয়

তোমারি সেই ধ্বংসাবশেষ বাড়ীর ভাঙ্গা ইটের টুকরো থেকে !!

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ