তোমার জন্য চেষ্টা

ফজলে রাব্বী সোয়েব ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১০:২৪:৩০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
আমি আজ তোমার জন্য একগুচ্ছ গোলাপ এনে রেখেছি,
তোমার চুলের খোঁপায় পড়িয়ে দেব বলে
তাজা গোলাপের গন্ধ যদিও ছাপিয়ে যেতে পারবে না
তোমার ভালবাসার সৌরভকে

আমি আজ তোমার জন্য বিশাল আকাশের ওই নিলীমার
একটুখানি নীল রঙ জমিয়ে আমার কাছে রেখে দিয়েছি।
তোমাকে আপাদমস্তক সেই নীল দিয়ে আবৃত করবো বলে,
যদিও তুমি আগে থেকেই নিজেকে আবৃত রেখেছ
ভালবাসার গাঢ় নীল রঙ দিয়ে

আমি তোমার জন্য বর্ষার দিনে ঝরে যাওয়া
বৃষ্টির জল জমিয়ে রেখেছি তোমায় সিক্ত করবো বলে,
যদিও তোমার সিক্ত ভালবাসার কাছে
এই জলের  পরিমাণ খুব বেশি নয়

আমি তোমার জন্য বিস্তীর্ণ প্রকৃতি থেকে
একটুখানি সবুজ এনে রেখেছি,
সেই সবুজ দিয়ে একটা ছোট্ট ভালবাসার ঘর বানাব বলে,
শুধু তোমার জন্য। যদিও তোমার এর চেয়েও বড়
একটা ভালবাসার ঘর আছে, এর চেয়েও সবুজ রঙ দিয়ে তৈরী

আমি তোমার জন্য আমার হৃদয় ক্ষরণ হওয়া
রক্ত থেকে একটুখানি রক্ত জমিয়ে রেখেছি,
তোমার হৃদয়কে রাঙাবো বলে। যদিও তুমি তোমার হৃদয়কে
এর চেয়েও রাঙা লাল রঙে রাঙিয়ে রেখেছ

এতকিছুর পরও চেষ্টা করে যাব ভালবাসাকে পরিপূর্ণ করতে,
চেষ্টা করে যাব তোমার পরিপূর্ণতার মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ