তুফানভাসি নাও

বোকা মানুষ ৩ মে ২০১৪, শনিবার, ০৬:৫৮:৪৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

আসমানে ঘনায়া আহে

কুচকুইচা কালা মেঘ!

হাজার দেওয়ের গোস্বা লয়া

দরিয়া ফুঁইসা ওঠে নাওয়ের তলে!

 

মাঝ দরিয়ায় পরান কাঁপে মাঝির,

পাছ ফিরা চায় দুর কুলের পানে।

কলিজায় লাগে ডরের তুফান টান,

দিলে কয়, জলদি কুলে ভেড়া নাও।

 

তক্ষন, ঠিক তক্ষন,

মাঝির চক্ষের সামনে ভাসে

বউয়ের গতর না ঢাকা শাড়ী,

বিটির না খাওয়া শুকনা মুখ!

 

মাজা সিধা করে মাঝি,

সিনা টান কইরা হাল ধরে শক্ত।

জালে মাছ পড়ে নাই অহনতরি,

আইজ খালি হাত যাইবোনা ফিরত...

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ