তারপরেও স্বপ্ন দেখি

মোকসেদুল ইসলাম ১০ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ১২:২৮:০৪অপরাহ্ন কবিতা, সাহিত্য ১০ মন্তব্য

আমি হাঁটি
আমার পিছে হাঁটে সমস্ত বাংলাদেশ
সাদা-কালো মানুষের রক্তিম চোখে দেখা দুঃস্বপ্নগুলোর সাথে
স্বপ্নের সিঁড়ি বেয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে।

আমি নিরন্তর কাঁদি
সাদাকালো আর রঙিন ভয়ে চুপসে যাওয়া মানুষের লাগি,
জন্মের নতুন সমীকরণে বিবর্ণ দুপুরে বিস্ময়ে দেখি
পুড়ে যাওয়া স্বপ্নের ওপর দাঁড়িয়ে থাকা মানবের ছবি।

আামি হাসি
রাত্রির নির্জনতায় প্রকৃতির মৌনতা ভেঙ্গে অট্টহাস্যে হেসে ওঠে পৃথিবী
বুকে টেনে নিবো বলে হাসি দিয়ে ধুলো উড়িয়ে শত্রুর মুখ খুঁজি।

আমি স্বপ্ন দেখি
স্বপ্ন দেখায় যে এই মাতৃভূমি
যেন দুরন্ত বোরাকের গতিতে এগিয়ে যাচ্ছে দেশটি।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ