তারপরেও পুরুষ আমি

মোকসেদুল ইসলাম ২৩ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০২:২৮:৪০অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

আমি কবি তাই পূর্ণিমার উর্বশী চাঁদের আলোয় তোমায় নিয়ে ভিজতে পারি
মেঘালয়ের শৈলমালা থেকে সদ্য ধোয়া শারদপদ্ম তোমার সম্মুখে এনে দিতে পারি এক নিমেষেই
চতুর চোখের কামনা মেশানো কথা দিয়ে চাঁদের সাথে পত্রমিতালি করতে পারি।
আমি কবি শূন্যের ওপর ছায়াদের বিষাদ বর্ষণেও বাড়ন্ত বুকের উর্বশী নৃত্য দেখতে পারি
স্তব্ধ রাত্রির রুপালি আলোয় জীবনের লিপ্ত অভিধানে দেখি তোমার মুখচ্ছবি।

পুরুষ তো আমি, তাই শাড়ীর এক একটি ভাঁজ খুলে মৃগনাভির সৌরভ নেওয়ার আশায়
কচুরি ফুলের পাপড়ির মতো মসৃণ কোমল ত্বকে অমাবশ্যার অভিসারে মাতি।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ