জীবন //

সঞ্জয় মালাকার ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ০২:২৩:৩৫পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

, সা দা মা ঠ.....তুমি সত্যের অঙ্গীকার...
তুমি আনন্দ আমার সত্যি উপহার।

জীবন- তুমি কার ভেলাতে ভাসো..
আমার চোখে অশ্রু হয়ে তুমি কেন হাঁসো,
জীবন,রাস্তা দিয়ে ছোটলে তোর গাড়ি
থমকে দাঁড়াও হঁঠাৎ তুমি, চমকে উঠি আমি!

জীবন তুমি কি মায়াতে, দিয়েছ জন্মস্বাদ
মানব কূলে বিণয় করে সত্য সমজাত,
কর্মরত জীবন আমার অল্প আয়ের দ্বারা
দ্বোষের কুটি জীবন আমার- আনন্দের এক ধাপ,!

জীবন- তুমি অন্তরঙ্গ রঙের একটা মঞ্চ
মঞ্চ আজ সমাজ শিক্ষা সত্য মিথ্যের কেন্দ্র,
জীবন - তুমি আমার ধারে মায়ের ভাঙা মন
তোমায় নিয়ে পাড়ায় পাড়ায়,দন্দ সারাক্ষণ!

জীবন- তুমি পৌঁছে দিও সমাজ শিক্ষার দ্বারে
আমি যেনো দাঁড়াতে পারি তোমার হাতটা ধরে,
জীবন তুমি স্বপ্ন আমার সুখ পাখিটির মায়া
চিহ্ন পাড়ার ছাঁপ হয়েছে তোমার যোগের দ্বারা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ