ছবি

মুহম্মদ মাসুদ ৯ জুন ২০২০, মঙ্গলবার, ১২:০৩:৩৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

সত্যি! এ রূপে বিমুগ্ধ অনেকে

সাতরঙা চা'পানের মতো

সহসাই

কলিজা অবধি গেঁথে যায়।

সত্যি! এ ঢঙে বিমোহিত লোকে

সাতরঙা রংধনু যতো

পিপাসায়

স্বাদের অভাববোধ বোঝা যায়।

 

সত্যি! এ সৌন্দর্যের ঘ্রাণে অজ্ঞান

যতো প্রেমিক ঢুঁ মারে

হরহামেশাই

প্রেমে পড়ে ডুবে ভাসে।

সত্যি! এ কালো চশমায় সাতকাহন

হৃদপিণ্ড কেঁপে ভুল করে

অযথাই

মিটমিট করে মিষ্টি হাসে।

 

সত্যি! এ কালো শাড়ির আঁচলে

শোকার্ত দুঃখ গোপন থাকে

অন্যথায়

স্বপ্নভূমিই উড়ে যেতো ধুলাবালিতে।

সত্যি! এ সুদীর্ঘ এলোকেশী চুলে

খোঁপায় বেলীফুলের গোছা আঁকে

মুগ্ধতায়

পরিপূর্ণ দেহমধ্য অপলক দৃষ্টিতে।

 

সত্যি! এ কানের দুলে ঝুলে

টুংটাং বেজে উঠবো কানে

আসলেই

প্রেমে পড়ি ততবারই নতুনে।

সত্যি! এ চিলতে হাসিখুশির আড়ালে

অল্প পরিসরে সবাই জানে

প্রকৃতই

সুন্দরী রূপবতী কিশোরী আপনে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ