চাওয়া পাওয়ার স্বাধীনতা

ফজলে রাব্বী সোয়েব ২৬ মার্চ ২০২২, শনিবার, ০৪:২৮:৫২অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

দেশটা স্বাধীন আজ।

চাওয়া আর পাওয়ার ব্যবচ্ছেদ করতে

আর ইচ্ছে করে না আমার।

তারপরও করতে হয়, করে যাচ্ছি।

চাওয়া ছিলো দূর্ণীতিমুক্ত বাংলাদেশ,

কিন্তু পেয়েছি কি?

চাওয়া ছিলো শিক্ষার সুষম প্রসার

কিন্তু পেয়েছি কি?

চাওয়া ছিলো, স্বশিক্ষিত মানুষ,

কিন্তু পেয়েছি কি?

 

যা পেয়েছি তা আমি বা আমরা কখনো চাই নি।

পেয়েছি ক্ষমতার দম্ভে আত্মহারা হয়ে

যাওয়া একদল শকুনরূপী মানুষ।

পেয়েছি, ধর্ম নিয়ে বিভেদ করে

সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টিকারী

একদল শিয়ালরূপী মানুষ।

পেয়েছি নিজেদেরকেই খুবলে খাওয়া

একদল হায়েনা রূপী মানুষ।

 

স্বাধীনতার কাছে ক্ষমাপ্রার্থী আমি,

ক্ষমা করে দিও হে স্বাধীনতা।

তোমার মর্যাদা রাখতে পারিনি আমরা,

ব্যর্থ হয়ে গেছি আমরা, পুরোপুরি।

 

তারপরও আশা থেকে যায় মনে।

আশা থেকে যায়, আবার তোমাকে

রক্ষা করার জন্য যুদ্ধ হবে আরো একটি।

হয়তোবা দেখে যেতে পারবো এ জীবনে,

নয়তো দেখে নিঃশ্বাস ফেলবো স্বস্তির,

ওপার থেকে, যুগ যুগান্তর পর হলেও।

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ