চঞ্চল এ-মন

সঞ্জয় মালাকার ৮ আগস্ট ২০২০, শনিবার, ০৩:৪৮:০৯পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য
  • চঞ্চল এমন.....
  •  তোমার চরণে প্রভু সত্যের সিংহাসন, 
  • প্রভু মায়া মমতা,সত্য সভ্যতা
  •         আমায় করেছে হেলা,
  • প্রভু তোমার চরণে পেয়েছি ঠাই
  •        নির্জন এক বেলা!
  • প্রভু স্বামীর সংসারে.. 
  •     চেয়েছি সতীর সহবাস, 
  • তবু যেনো পাইনা প্রভু
  •       কলঙ্ক আমায় করে গ্রাস!
  • প্রভু নিয়ম নীতি,সমাজ পরিবার 
  •       সবি তো মায়া মোহিত, 
  • শুধু নারীর বেলায় হয় কলঙ্ক উপহার। 
  • প্রভু, মায়া তো শরীর ঘুরে
  •      শরীর তো পুরিষের ধারেকাছে, 
  • রূপ না কী সন্ধ্যে ধরে হাসে,
  • প্রভু,নাহি পেয়েছি স্বাধীন, নাহি পেয়েছি স্বাধীনতা, 
  • মায়ার সংসারে নারীরাই ভয়ে চলে 
  • কলঙ্কের ভেলা।
  • তবু তারাই বলে সতী,
  •   তারাই তো নিয়ম ভাঙে নিয়ম গড়ে
  • করে অসতী?
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ