ঘুড়ি

মোকসেদুল ইসলাম ৩০ মার্চ ২০১৪, রবিবার, ০৩:২১:০৭অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

তোমার আকাশ নীলে উড়িয়েছি আমার জীবনের লাল ঘুড়ি
চৈত্রের পোড়া রোদে পড়ন্ত বিকেল বেলায় নাটাই দিয়েছি ছেড়ে তোমার হাতে
অদ্ভুত শব্দে ফরফর করে উড়ে বেড়ানো ঘুড়ি বিপজ্জনক দূরত্বে যাওয়ার আগেই টেনে নিও কাছে।

তোমার আকাশে সাদা মেঘের ভেলা প্রজাপতির ওড়াওড়ি
আমার আকাশ কালো মেঘে ঢাকা ঝরছে শুধু বারি
উড়িয়েছি তাই তোমার আকাশে আমার স্বপ্ন ঘুড়ি।

শক্ত হাতে ধরে রেখ নাটাই ছিঁড়ে না যেন সুতো
দমকা হাওয়ার বাতাসে উড়ুক মনের মত।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ