ঘরে থাকি

ইসিয়াক ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৯:৩০:২৪পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য
আলোর দিন আসবে জানি,
বাজবে আবার বাঁশি।
হেসে খেলে বেড়াবে সবাই
ফিরবে আবার খুশি।
চাই সকলের এখন ঘরে থাকা
একটু কৃচ্ছতা সাধন।
জানি এতো দিনের অভ্যাস
মানতে চাইছেনা মন।
তবুও তো মানাতেই হবে
নেইতো কোনই উপায়।
ভুল হলেই যেনো যমদূত,
দুয়ারে নেবে আশ্রয়।
এসো তবে এই মুহুতূ থেকে
বিলাসিতা ত্যাগ করি।
ঘরে থাকি ঘরে থেকেই
করোনা মুক্ত দেশ গড়ি।
নিজের অন্ন ভাগ করে নেই
মানবতার হোক জয়।
একটু সাহায্য হতে পারে
দুঃখীর জন্য সহায় ।
ব্যক্তি অসতর্কতায় নষ্ট হতে পারে
হাজার লোকের জীবন।
সকলের সচেতনতায় বাঁচবে যেনো
লক্ষ কোটি প্রাণ।
ঘরে থাকি ঘরে থাকি
শুধু ঘরে থাকি।
মন খারাপের দিনগুলোতে না হয়
আকাশটাকেই দেখি।
এ এমনি যুদ্ধ জিততে হলে
কৌশলের প্রয়োগ চাই।
ঘরে থাকি ঘরে থাকি
ঘরে থাকাই শ্রেষ্ঠ উপায়।
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ