গুল-গল্পের বসন্ত

সাবিনা ইয়াসমিন ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০১:৪৭:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

টুকটাক টুকরো হাওয়ায়
বিদায়ী মাঘী-রাত শুধায়,
বসন্ত কি এসেছে বেলায়-অবেলায়
ধার করা কবিতায়, কবিতার সাথে?

হাহা অট্টহাসি
ভাঙলো বিষম অট্টালিকায়
কত-শত বাধার কাঁটা,
হরেক পদের পেরেক-আঁটা তক্তার বক্তৃতায়!!

মরীচিকার বালুমাঠে
দেখেছি বসন্তের খাবি খাওয়া,
সারা অঙ্গে ফুঁটেছিলো
জখমি-শীতের বরফি-ধুলা ;

এলেবেলে বিপুল শব্দে
রকমারি ছবির তুমুল বহরে,
বসন্ত কি লুটিয়ে গেলো
নিকানো রসুন ক্ষেতে?! 😜😜

★ জবাব পোস্ট 🙂

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ